সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ আজ করোনা ভাইরাস এর প্রভাবে দিশেহারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বাংলাদেশ সরকার করোনাকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। করোনার বিস্তার রোধে সরকার ইতোমেেধ্য স্কুল কলেজ সহ যাবতীয় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে এবং কিছু এলাকা লক ডাউন করা হয়েছে। এখন সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে করোনা ভাইরাস ঠেকানো একটা গণদাবিতে পরিণত হয়েছে। অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মতো আর্থিক লেনদেনের প্রয়োজনীয়তা থাকায় ব্যাংকিং সেক্টর সম্পূর্ণরূপে বন্ধ করা না হলেও করোনা ভাইরাস প্রতিরোধে ব্যাংকিং কার্যক্রম সীমিত করা প্রয়োজন। টাকার মাধ্যমে রোগজীবানু ছড়ায় এবং ব্যাংকে বিভিন্ন ধরনের গ্রাহকের যাতায়েতের কারনে করোনা ভাইরাসের বিস্তার হওয়ার সম্ভাবনা বেশি। তাই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে ব্যাংকিং সেক্টর সীমিত আকারে বিশেষ করে প্রতি জেলায় একটি ব্যাংকের একটি শাখা খোলা রেখে সকল ব্যাংক করোনা ভাইরাস মুক্ত না হওয়া পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ এবং সেই সাথে সকল ব্যাংকারদের Personal Protection Equipments (PPE) সরবরাহ করার জন্য সকল ব্যাংকের নির্বাহীদের নির্দেশ দেওয়ার অনুরোধ করে ইতোমেধ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর চিঠি প্রদান করেছে ব্যাংক কর্মকর্তাদের মূল প্লাটফরম অ্যাসোসিয়েশন অব ব্যাংক অফিসার্স বাংলাদেশ।
Leave a Reply