বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন তিন বাণিজ্যিক ব্যাংক সোনালী অগ্রণী ও রূপালী ব্যাংকে নিয়োগ পেলেন তিন অভিজ্ঞ ব্যাংকার জনাব আফজাল করিম, জনাব মোরশেদুল কবীর ও জনাব মোহাম্মদ জাহাঙ্গীর। গত ১৪ আগষ্ট অর্থ
মন্ত্রণালয় এর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ভিন্ন তিনটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ নিয়োগ নিশ্চিত করেন। জনাব আফজাল করিম হাউজ বিল্ডিং কর্পোরেশনে এসপিও হিসেবে ১৯৯৫ সালে ব্যাংকিং পেশা শুরু করেন। দীর্ঘ দশ বছর চা বাগানে দক্ষতার সাথে কাজ করার পর হাউজ বিল্ডিং কর্পোরেশনে যোগ দিয়ে ব্যাংকিং খাতের গুরুত্বপূর্ণ অংশ গৃহ নির্মাণ ঋণ বিতরণে দক্ষতার পরিচয় দেন। এরপর ডিজিএম থেকে জিএম হিসেবে পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে পদায়ন হোন। ডিএমডি হিসেবে পদোন্নতি পেয়ে কিছুকাল বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত থেকে সোনালী ব্যাংক লিমিটেড এ ডিএমডি হিসেবে বদলি হন। অতঃপর সোনালী ব্যাংক থেকে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যানাস কর্পোরেশনে এমডি হিসেবে যোগদান করেন। আগামী ২৮ আগস্ট জনাব আফজাল করিম সোনালী ব্যাংকে নতুন সিইও এন্ড এমডি হিসেবে যোগদান করবেন।
জনাব মোরশেদুল কবীর সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদান করেন। তিনি জিএম হতে ডিএমডি হিসেবে পদোন্নতি পেয়ে সোনালী ব্যাংকে যোগদান করেন। জনাব মোরশেদুল কবীর এ মাসের শেষ সপ্তাহে অগ্রনী ব্যাংক লিমিটেড এ নতুন সিইও এন্ড এমডি হিসেবে যোগদান করবেন।
জনাব মোহাম্মদ জাহাঙ্গীর অফিসার হিসেবে ১৯৯০ সালে রূপালী ব্যাংক লিমিটেড এ যোগ দিয়ে ব্যাংকিং জীবন শুরু করেন। তিনি রূপালী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ পাওয়ার আগে একই ব্যাংকের ডিএমডি হিসেবে কর্মরত ছিলেন।
14 August FID of MoF Appointed 3 dynamic Banker as new CEO & MD of 3 State owned Commercial Bank. Md. Afzal Karim -SBL,Md. Moshedul Kabir-ABL, Mohammed Jahangir-RBL.
Leave a Reply