মোঃ মজিবর রহমান সম্প্রতি পদোন্নতি পেয়ে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) থেকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দেন বাংলাদেশ সরকারের বিশেষায়িত ব্যাংক প্রবাসী কল্যান ব্যাংক এ । গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি নিশ্চিত করা হয় এবং ০৬ সেপ্টেম্বর, ২০২২ মঙ্গলবার জনাব মোঃ মজিবর রহমান ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হিসেবে প্রবাসী কল্যান ব্যাংকে যোগদান করেন। এর আগে তিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সোনালী ব্যাংকে কর্মরত ছিলেন। ২৮ অক্টোবর ২০২১ মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ১ নভেম্বর অর্থমন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের একুশ(২১) জন জেনারেল ম্যানেজারকে ডেপটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি প্রদান করা হয়। জনাব মোঃ মজিবর রহমান নিজ কর্মদক্ষতায় পদোন্নতি পেয়ে ২ নভেম্বর, ২০২১ তারিখে সোনালী ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞানে অনার্স ও ১৯৯৫ সালে কৃষি উৎপাদন অর্থনীতিতে মাস্টার্স শেষে তিনি বিআরসি রিক্রুটমেন্টের মাধ্যমে ১৯৯৮ সালে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগ দেন। ২৩ বছরের চাকরি জীবনে তিনি রূপালী ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মজিবর রহমান দেশ ও বিদেশে বিভিন্ন ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ে তার প্রকাশনা রয়েছে।
Leave a Reply