সেপ্টেম্বর মাসের ৯ তারিখ জাতীয় ব্যাংকার্স দিবস। ২০১৮ সাল থেকে কেক কাটার মাধ্যমে অনাড়ম্বরভাবে জাতীয় ব্যাংকার্স দিবস পালিত হয়ে আসছে। বিভিন্ন ইস্যু, বিষয় ভিত্তিক ও পেশাদারিত্বের দিক থেকে বিভিন্ন জাতীয় ও আন্তজার্তিক দিবস থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যাগরিষ্ঠ পেশাজীবী ব্যাংকারদের জন্য আলাদা কোন দিবস না থাকায় তাদের কথা আলাদাভাবে জাতির সামনে তুলে ধরা সম্ভব হচ্ছিল না। তাই ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর প্রথম ব্যাংকার্স দিবস উদযাপন করা হয়।এই দিবস হচ্ছে ব্যাংকারদের শ্রেষ্ঠ পেশাজীবী হিসেবে প্রকাশ করার দিন, প্রত্যেক ব্যাংকারদের একে অপরের সাথে প্রাণ খুলে কথা বলার দিন, ব্যাংকারদের ন্যায্য অধিকার আদায়ের দিন, জাতির সামনে নিজেদের ভূমিকা তুলে ধরার দিন,জাতীয় অর্থনীতির চাকায় গতি আনার দিন। ব্যাংকারগণ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে অর্থনীতির চাকা সচল রাখে। তাই তাঁদের একটা দিন থাকা উচিৎ বিশেষভাবে উদযাপনের জন্য। সারা বাংলাদেশের সকল ব্যাংক কর্মকর্তাদের মূল প্লাটফর্ম ও সবচেয়ে বড় পেশাজীবী সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংক অফিসার্স বাংলাদেশ (ABOB) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আগামী ৯ সেপ্টেম্বর ২০২০ রোজ বুধবার আনুষ্ঠানিকভাবে ব্যাংকার্স দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সাথে ABOB এর প্রেসিডেন্ট ও মহাসচিব সকল ব্যাংকারদের তাদের নিজ নিজ অফিস ও শাখায় কেক কাটার মাধ্যমে ব্যাংকার্স দিবস পালনের অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply