আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ। নতুন সূর্যোদয়ের সঙ্গে বাংলা পঞ্জিকায় ঠাঁই নেবে আরও একটি বছর। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। সূচনা হবে নতুন আরেকটি বাংলা সন। শুভ নববর্ষ। বাঙালির সবচেয়ে বড় সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। ঐতিহ্যবাহী এই দিনটিতে বাঙালি তার প্রাণের আবেগ ঢেলে দেয়। মেতে ওঠে প্রাণের নানা উৎসবে। নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে আজ পহেলা বৈশাখে আনন্দে মাতবে সারাদেশ। বিদায় ১৪২৮, স্বাগত ১৪২৯।
এদিকে বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীসহ বাঙালিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সারা বছরের দুঃখ-জরা, মলিনতা ও ব্যর্থতাকে ভুলে সবাইকে নব-আনন্দে জেগে ওঠার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
মহামারির করোনার কারণে প্রায় দুই বছর পর রাজধানীসহ সারাদেশে এবার বর্ণিল আয়োজনে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ। দুই বছর পর বর্ণিল উৎসবে মাতবে দেশ। রাজধানী এবং সারাদেশজুড়ে থাকবে বর্ষবরণের নানা আয়োজন। ‘বাংলা নববর্ষ ১৪২৯’ জাঁকজমকপূর্ণভাবে উযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিনটি সরকারি ছুটির দিন। বর্ষবরণের সবচেয়ে আকর্ষণীয় আনুষ্ঠানিকতা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। এবার মঙ্গল শোভাযাত্রা টিএসসির সামনে থেকে শুরু হবে।
Leave a Reply