পূবালী ব্যাংক লিমিটেড সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা অবকাঠামো উন্নয়নে ১৫ লাখ টাকার অনুদান দিয়েছে। বিদেশী গবেষকদের আগ্রহ বৃদ্ধি, গবেষণার পরিবেশ উন্নয়ন ও গবেষকদের আবাসন সুবিধা বাড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) কাছে এ অবকাঠামো উন্নয়ন সহায়তা দেয়া হয়। ব্যাংকের ময়মনসিংহ অঞ্চল প্রধান ও ডিজিএম চৌধুরী মো. শফিউল হাসান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুত্ফুল হাসানের কাছে অনুদানের এ চেক হস্তান্তর করেন।
এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, বাউরেসের পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, ট্রেজারার, শিক্ষক, বিশ্ববিদ্যালয় চত্বর শাখার ব্যবস্থাপক উজ্জ্বল কুমার সাহা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুদানের এ টাকা দিয়ে ক্যাম্পাসের পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ইন্টারন্যাশনাল গেস্ট হাউজে বাউরেস রিভারভিউ নামক সম্মেলন কক্ষ, অত্যাধুনিক ডাইনিং কক্ষ নির্মাণ, মনোরম বিশ্রামাগারসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে। —বিজ্ঞপ্তি
Leave a Reply