1. jasemruman@gmail.com : Mohammad Jasemuddin : Mohammad Jasemuddin
  2. bankersdorpon@gmail.com : Anis Munshi : Anis Munshi
  3. azizulhoquedc330@gmail.com : Azizul Hoque : Azizul Hoque
  4. anis.buet2009@gmail.com : superadmin :
  5. shamimbasic2012@gmail.com : Munshi Mohammad Shamim Ahmed : Munshi Mohammad Shamim Ahmed
  6. abusolaiman1984@gmail.com : Abu Solaiman : Abu Solaiman
  7. ferdauszinnat@gmail.com : Zinnat Ferdaus : Zinnat Ferdaus
শিরোনামঃ
রাষ্ট্রয়াত্ব ব্যাংক এ নতুন এমডি নিয়োগ সোনালী ব্যাংক এর সাথে বিডিবিএল এর একত্রীকরনের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর ব্যাংকে টাকায় টান পড়েছে, বেড়ে গেছে সুদহার পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পে এডিবির ১০ কোটি ডলারের ঋণ চালু হলো ‘টাকা পে’ কার্ড, যেভাবে কাজ করবে এটি চতুর্থ শিল্প বিপ্লব, কতটা প্রস্তুত ব্যাংকিং খাত? ব্যাংকিং ব্যবস্থার বৈশ্বিক পরিস্থিতি আমদানি বা বিদেশ থেকে প্রয়োজনীয় পন্য ক্রয়ের নিয়ম-কানুন। রপ্তানি বা বিদেশে পণ্য বিক্রয়ের নিয়ম-কানুন মহিউদ্দিন হাওলাদার কে সভাপতি ও আনিচ মুন্সী কে সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত করে ABOB এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণাঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে “ বিজনেস এন্ড ইকোনোমিক্স” শীর্ষক দু’দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

  • আপডেট টাইম : Wednesday, October 30, 2019
  • 471 বার পঠিত

২৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিজনেস স্টাডিজ অনুষদের উদ্যোগে “ বিজনেস এন্ড ইকোনোমিক্স” শীর্ষক দু’দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য ড. মোঃ আখতারুজ্জামান।  এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে “ স্পেকট্রাম অব অপরচুনিটিস ফর ইনোভেশন এন্ড টেকনোলজি”
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাইপ্রাস সোশ্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির রেক্টর অধ্যাপক ড. মুস্তফা তুমের এবং যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির অধ্যাপক ড. পার্থ এস ঘোষ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।  বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।  ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলনের কো-চেয়ার অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে মানব সম্পদের যথাযথ ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।  ব্যবসা , উদ্ভাবন এবং প্রযুক্তিকে উন্নয়নের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে অভিহিত করে উপাচার্য বলেন, আমাদের জনসম্পদকে উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিতে আরো দক্ষ হতে হবে।
ব্যবসা, অর্থনীতি , শিক্ষা, চিকিৎসা , দারিদ্র বিমোচন,নারীর ক্ষমমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অসাধারণ অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশ ইতোমধ্যেই উন্নত দেশ হওয়ার সকল মানদন্ড পূরণ করেছে।  সাধারণ মানুষকে দারিদ্র মুক্ত করার লক্ষ্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্যবসাও অর্থনীতি বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।  এই সম্মেলন এ বিষয়ে একটি কমন প্লাটফর্ম তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য , বাংলাদেশ , ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,অস্ট্রেলিয়া, জাপান, তুরস্ক,সাইপ্রাস, সুইডেন,শ্রীলংকা, মালদ্বীপ, নাইজেরিয়া, সংযুক্ত আরব আমিরাতসহ ১৪ টি দেশের শিক্ষক ও গবেষকগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন।  সম্মেলনে মোট ১৬ টি প্যারালাল সেশনে ৫০ টির বেশী প্রবন্ধ উপস্থাপন করা হয়।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক

পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও পোস্ট
©2019 to till today at bankersdarpon.com, All rights reserved.
Site Customized By NewsTech.Com