ব্যাংকারদের জন্য একটি স্বতন্ত্র হাসপাতাল হোক এটা সকল ব্যাংকারদের প্রাণের দাবী। অ্যাসোসিয়েশন অব ব্যাংক অফিসার্স বাংলাদেশ (ABOB) এর পক্ষ থেকে ২০১৬ সাল থেকে ব্যাংকারদের জন্য একটা হাসপাতাল নির্মান কল্পে একটা প্রকল্প গ্রহণ করার অনুরোধ জানানো হয়। বর্তমানে করোনা পরিস্থিতিতে ব্যাংকিং সার্ভিস দিতে গিয়ে ব্যাংকারদের ব্যাপকহারে প্রাণহানি এবং করোনা ভাইরাস জনিত অসুস্থতা ব্যাংকারদের জন্যে হাসপাতাল নির্মান সময়ের দাবি এবং সকল ব্যাংকারদের প্রাণের আকুতি। এ প্রসঙ্গে ABOB এর সাধারণ সম্পাদক বলেন, ” সমগ্র জাতি আজ কভিড-১৯ দ্বারা আক্রান্ত। মানুষের যেমন প্রাণ হানি ঘটছে তেমনি অর্থনীতি আজ বিপর্যস্ত। জাতির এই ক্রান্তিলগ্নে ব্যাংকাররা সম্মোক যোদ্ধা হিসেবে ব্যাংকিং সেবার মাধ্যমে দেশ ও দশের সেবায় আত্মনিয়োগ করেছেন। পরিবার পরিজনের মায়া ত্যাগ করে দেশের জন্য আত্মত্যাগ করছেন এবং বিপুল সংখ্যক ব্যাংকার কভিড-১৯ দ্বারা আক্রান্ত হয়ে নিজে এবং পরিবার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তাই ব্যাংকারদের জন্য একটা হাসপাতাল নির্মাণ জরুরী সেটা ব্যাংকার্স কম্বাইন্ড হাসপাতাল বা ব্যাংকার্স কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল যে নামেই হোক। দেশের এই ক্রান্তি লগ্নে অর্থনীতির চাকা সচল রাখতে ব্যাংকিং সেবার মাধ্যমে দেশ সেবায় অংশগ্রহণ করতে ব্যাংকারদের সুস্থ থাকা আবশ্যক। বর্তমানে সরকারের জন্য করোনা পরিস্থিতি মোকাবেলা করা যেমন চ্যালেঞ্জ তেমনি সরকার ঘোষিত আর্থিক প্রনোদনার সঠিক ব্যবহার ব্যাংকারদের জন্য চ্যালেঞ্জ। কথায় আছে লোহা গরম থাকতে পেটাতে হয় তাই ব্যাংকিং সার্ভিসে গতি আনার পাশাপাশি ব্যাংকারদের জন্য একটা স্বতন্ত্র হাসপাতাল নির্মান সকলের প্রাণের দাবী। হাসপাতাল নির্মানে সরকারের ফান্ড দেওয়ার প্রয়োজন নেই শুধু সরকার এবং ব্যাংকিং কর্তৃপক্ষের ইচ্ছাই যথেষ্ট। যথাযথ কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করলে ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতা তহবিল(CSR) এর একটা অংশ ব্যবহার করেই ব্যাংকারদের জন্য হাসপাতাল নির্মাণ সম্ভব। আমরা ABOB নেতৃবৃন্দ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন । আমরা আশাবাদী খুব দ্রুতই গভর্নর মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী ব্যাংকারদের জন্য হাসপাতাল নির্মাণ কল্পে একটি প্রকল্প গ্রহণের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন।
Leave a Reply