স্বাধীনতা, সাম্য, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সুযোগ্য কন্যা আমাদের প্রিয় জননেত্রীর নিরন্তর প্রচেষ্টায় দূর্বার গতিতে এগিয়ে চলছে। উন্নয়নের এই মহাসড়কের অর্থনৈতিক কর্মকান্ডে গতিশীলতা এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় “অ্যাসোসিয়েশন অব ব্যাংক অফিসার্স বাংলাদেশ”(ABOB ) ব্যাংক কর্মকর্তাদের মূল প্লাটফরম হিসেবে সকল ব্যাংক কর্মকর্তাদের একত্রিকরন এর মাধ্যমে ব্যাংকিং উৎকর্ষসাধন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। “অ্যাসোসিয়েশন অব ব্যাংক অফিসার্স বাংলাদেশ” (ABOB ) ব্যাংকারদের গঠন মূলক পরিবর্তনের মাধ্যমে যেমন ব্যাংকিং কাজে মনোযোগে উৎসাহিত করে তেমনি ব্যাংকারদের সুযোগ-সুবিধা,দায়িত্ব সচেতনতা ও আত্মউন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করে। ব্যাংকারদের সাথে কাজ করতে গিয়ে তাদের বিভিন্ন চাওয়া পাওয়ার ব্যাপারে আমরা জানতে পারি। ব্যাংকার ব্যতীত সকল পেশাজীবীদের স্বাস্থ্য ও শিক্ষা সহায়তার জন্য তাদের নিজস্ব তত্বাবধানে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে । সঠিক স্বাস্থ্য সেবা প্রাপ্তি এবং সন্তানদের উচ্চশিক্ষা দান প্রত্যেক ব্যাংকারের প্রাণের দাবী। কিন্তু ব্যাংকিং সেক্টরে সে ধরণের কোন সহযোগী প্রতিষ্ঠান গড়ে না উঠায় ব্যাংকাররা পর্যাপ্ত স্বাস্থ্য সেবা ও শিক্ষা থেকে বঞ্চিত। “অ্যাসোসিয়েশন অব ব্যাংক অফিসার্স বাংলাদেশ” এর পক্ষ থেকে “ব্যাংর্কাস কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল” নামে একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের নিকট উপস্থাপন করা হয়। ABOB এর সাধারণ সম্পাদক মনে করেন গভর্নর মহোদয়ের সার্বিক সহযোগিতায় তফসিলি ব্যাংকগুলোর কর্পোরেট ও সামাজিক দায়বদ্ধতা ফান্ডের অনুদানে সফল হতে পারে এই রকম মহতী উদ্যোগ। ফলশ্রুতিতে সহজে স্বাস্থ্যসেবা পাবে ব্যাংকাররা এবং উচ্চশিক্ষার সুযোগ পাবে ব্যাংকারদের সন্তানেরা। তিনি আরও বলেন “ব্যাংর্কাস কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল” নির্মান কল্পে একটি প্রকল্প গ্রহন করলে “অ্যাসোসিয়েশন অব ব্যাংক অফিসার্স বাংলাদেশ” এর প্রত্যেক সদস্য মেধা, শ্রম, অর্থসহ সকল নির্দেশনা পালনসহ সার্বিকভাবে সহযোগীতা করবে। এই উদ্যোগ সফল হলে শুধু ব্যাংকাররাই না সমগ্র দেশবাসী উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি।
“ব্যাংর্কাস কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল” নির্মান দ্রুত কার্যকর করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা পাওয়ার লক্ষ্যে ABOB এর একটি প্রতিনিধি দল অবিরাম কাজ করে যাচ্ছে।
Leave a Reply