মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ‘Comprehensive Risk Management’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত দু’দিনব্যাপী এ কর্মশালায় ব্যাংকের বিভিন্ন শাখার ক্রেডিট ও ফরেন এক্সচেঞ্জ ডেস্কে কর্মরত ৫০ জন নির্বাহী ও কর্মকর্তা অংশ নেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন্স অনুযায়ী ব্যাংকিং কার্যক্রমে সকল প্রকার ঝুঁকি সম্পর্কে জ্ঞান অর্জন করতে প্রশিক্ষণার্থীদের তাগিদ দেন। ব্যাসেল কোর প্রিন্সিপলস এবং বিভিন্ন রকম ঝুঁকির ক্ষেত্রে এর প্রভাব সম্পর্কে অবহিত হওয়ার জন্যও তিনি ব্যাংকারদের প্রতি আহ্বান জানান।
এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান, সিএফও ও রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান ড. তাপস চন্দ্র পাল এবং ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক উপস্থিত ছিলেন।
খবরঃ অর্থ সূচক
Leave a Reply