ব্যাংকিং খাতের উপর সর্বোচ্চ ডিগ্রী হিসেবে খ্যাত “মাস্টাস অব প্রোফেশনাল ব্যাংকিং” এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ। ১ নভেম্বর থেকে ব্যবসায় শিক্ষা অনুষধের এমবিএ ভবন এর দোতলায় অবস্থিত ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অফিস ও ৭ম তলায় অবস্থিত এমপিবি এর অফিস থেকে সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত ভর্তি ফরম সংগ্রহ করা যাবে । ১৫০০ টাকার বিনিময়ে ভর্তি ফরম আগামী ২৮ নভেম্বর পর্যন্ত সংগ্রহ করা যাবে এবং ভর্তি পরীক্ষা ৩০ নভেম্বর রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হবে। দুই বছর মেয়াদী এই মাস্টার্স ডিগ্রীতে ১৬ বিষয়ে ৪৮ ক্রেডিট এবং থিসিস ৩ ক্রেডিট। সপ্তাহে শুক্র ও শনিবার রুটিন মাফিক ক্লাস নিয়ে থাকেন ব্যবসায় শিক্ষা অনুষধের ডীন সহ সিনিয়র শিক্ষকগণ। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর , বিআইবিএম এর মহাপরিচালক ও বিভিন্ন প্রথিতযশা ব্যাংকার অতিথি শিক্ষক হিসেবে পাঠদানকে করেছে আরও সমৃদ্ধ। যারা ব্যাংকিংকে পেশা হিসেবে গ্রহণ করেছেন তাদের জন্য “মাস্টাস অব প্রোফেশনাল ব্যাংকিং” সময়োপযোগী ডিগ্রী।
Leave a Reply