আজ ১৪ ডিসেম্বর বিশ্ব সাহিত্য কেন্দ্রের ৯ম তলায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ও বার্ষিক সাধারণ সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ব্যাংক অফিসার্স বাংলাদেশ (ABOB)। উক্ত সাধারণ সভায় বাংলাদেশ ব্যাংকের ডিজিএম মুহাঃ মহিউদ্দিন হাওলাদার কে সভাপতি এবং সোনালী ব্যাংকের জনাব আনিচ মুন্সীকে সাধারণ সম্পাদক করে ABOB এর কেন্দ্রীয় কমিটি পূনর্গঠন করা হয়। সভার শুরুতে বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও বঙ্গবন্ধুর সুদক্ষ নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয় নিয়ে আলোচনা করা হয়। অতঃপর স্বাধীনতা যুদ্ধে ব্যাংকারদের ভূমিকা এবং বর্তমানে ব্যাংকারদের ABOB এর ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে বিস্তর আলোচনা করেন অগ্রণী ব্যাংকের জনাব আবুল কাসেম। সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কৃষি ব্যাংকের আশিকুল ইসলাম ABOB এর বিগত দিনের সাংগঠনিক কর্মকান্ড তুলে ধরেন এবং কয়েকটি ইউনিট কমিটির অনুমোদন এর জন্য উপস্থাপন করেন। অর্থ সম্পাদক জনাব আনোয়ারুল ইসলাম খন্দকার এর সহযোগিতায় সাধারণ সম্পাদক এই বছরের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। সভাপতি ও উপস্থিত সভাসদের সর্বসম্মতিক্রমে উপস্থাপিত বিষয়গুলি অনুমোদিত হয়। সংগঠনের গতিশীলতা বৃদ্ধি ও নতুন সাংগঠনিক ব্যাংকারদের কমিটিতে অন্তর্ভুক্ত করতে কেন্দ্রীয় কমিটি পূনর্গঠনের প্রস্তাব দেন বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা। ওয়ান ব্যাংকের জাহিদ প্রস্তাব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাঃ মহিউদ্দিন হাওলাদার কে সভাপতি এবং সোনালী ব্যাংক লিমিটেড এর প্রিন্সিপাল অফিসার জনাব আনিচ মুন্সী কে সাধারণ সম্পাদক হিসেবে আগামী তিন বছরের (২০২০-২০২২) জন্য পূনরায় দায়িত্ব দেওয়া হোক। প্রস্তাবটি বাংলাদেশ ব্যাংকের খন্দকার আনোয়ারুল ইসলাম সহ উপস্থিত সভাসদেরা সর্বসম্মোতিক্রমে গ্রহণ করেন। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপদেষ্টা পরিষদ ও সাংগঠনিক ব্যাংকারদের সাথে আলোচনা করে আগামী তিন মাসের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি তৈরি করবেন এবং প্রধানমন্ত্রী কে প্রধান অতিথি করে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন এবং ন্যাশনাল ব্যাংকার্স এওয়্যার্ড অনুষ্ঠানের সর্বাত্বক চেষ্টা করবেন। মুহাঃ মহিউদ্দিন হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার এস এম গোলাম মোস্তফা।
Leave a Reply