1. jasemruman@gmail.com : Mohammad Jasemuddin : Mohammad Jasemuddin
  2. bankersdorpon@gmail.com : Anis Munshi : Anis Munshi
  3. azizulhoquedc330@gmail.com : Azizul Hoque : Azizul Hoque
  4. anis.buet2009@gmail.com : superadmin :
  5. shamimbasic2012@gmail.com : Munshi Mohammad Shamim Ahmed : Munshi Mohammad Shamim Ahmed
  6. abusolaiman1984@gmail.com : Abu Solaiman : Abu Solaiman
  7. ferdauszinnat@gmail.com : Zinnat Ferdaus : Zinnat Ferdaus

একজন কীর্তিমান ব্যাংকার জনাব মোঃ আতাউর রহমান প্রধান

  • আপডেট টাইম : Sunday, April 17, 2022
  • 550 বার পঠিত

বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক এবং সরকারের রাজস্ব আদায়কারী ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ আতাউর রহমান প্রধান। পাটগ্রাম উপজেলার কৃতি সন্তান শ্রদ্ধাভাজন ব্যাক্তিত্ব জনাব মোঃ আতাউর রহমান প্রধান মহোদয় যার জীবনের সাফল্যগুলি নতুন প্রজন্মকে উৎসাহিত করবে এই লক্ষ্যে স্যারের জীবনী তুলে ধরার ক্ষুদ্র প্রচেষ্টাঃ

জনাব মোঃ আতাউর রহমান প্রধান,
পিতাঃ মরহুম আফতাব উদ্দিন,
মাতাঃমরহুমা আকলিমা বেগম।
দুই সন্তানের জনক।
জন্মসালঃ ০১/০১/১৯৬০
পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন এর উফারমারা গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ।
#এসএসসি বুড়িমারী হাশরউদ্দিন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে
#এসএসসি এবং কারমাইকেল কলেজ থেকে এইচ এস সি পাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিষয়ে বি.কম অনার্স এম.কম সম্পন্ন করেন।

#১৯৮৪ সালে সোনালী ব্যাংকে ফিনান্সিয়াল এনালিস্ট হিসেবে যোগদান করেন।পর্যায়ক্রমে শাখা ব্যবস্থাপকের পাশাপাশি বিভিন্ন বিভাগের অঞ্চল প্রধান হিসেবে দায়িত্বরত পালন করেন।

#জেনারেল ম্যানেজার হিসেবে সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

# সোনালী ব্যাংক ইউকে এর সিইও হিসেবে দায়িত্ব হিসেবে পালন করেন।

#ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সোনালী ব্যাংকে দায়িত্ব পালন করেন ।
#প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ।
#২০১৬ সালে রুপালী ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করে দায়িত্ব নেয়ার পর ব্যাংকের সামগ্রিক উন্নয়নে তার অবদান দেশের ব্যংকিং জগতে ব্যাপক সাড়া ফেলেন।

#উল্লেখ্য তিনি শুধু ব্যাংকেই সফল হন নি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ২০১৮ সালে সম্মানিত সিনেট সদস্য নির্বাচিত হয়ে আরেক সাফল্য এনে দেশে-বিদেশে চমক দেখান।

# ২০১৯ সালের আগষ্ট মাসে দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সরকার পুনরায় নিয়োগ দেয়। এছাড়াও

#পরিচালক, সোনালী এক্সচেঞ্জ কোং ইনকর্পোরেশন,নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র,সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড, সোনালী পোলারিস এফটি লিমিটেড, পদ্মা ব্যাংক লিমিটেড, প্রাইমারি ডিলার্স বাংলাদেশ লিমিটেড(পিডিবিএল), ইনভেস্টমেন্ট করপোরেশন লিমিটেড বাংলাদেশ (আইসিবি), সেন্ট্রাল ডিপোজিটরী বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল),ইন্ডাস্ট্রিয়াল এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট ফাইনান্স কোম্পানি লিমিটেড (আইআইএফডিএ)

# সদস্যঃ পরিচালনা পর্ষদ, বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)।

ব্যাংকিং জগতের উজ্জ্বল নক্ষত্র জনাব মোঃ আতাউর রহমান প্রধান স্যার এর সাফল্যে আমরা পাটগ্রামবাসি আনন্দিত এবং গর্বিত। পুরো পাটগ্রাম উপজেলার সকল শ্রেণীর মানুষের দোয়ায় আগামীর পথ চলা হোক আরো সাফল্যময়।

যার সাফল্যে সোনালী ব্যাংক হোক আরো উজ্জ্বল হবে বলে আমরা আশাবাদী !

সংবাদ দাতাঃ আবু সোলায়মান

পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও পোস্ট
©2019 to till today at bankersdarpon.com, All rights reserved.
Site Customized By NewsTech.Com